Admission
ভর্তি বিজ্ঞপ্তি - ২০২৫
২০২৫ শিক্ষাবর্ষে প্লে থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
০১/১১/২০২৫ থেকে সকাল ৯ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত স্কুল অফিস থেকে আবেদন ফরম বিতরণ ও জমা নেওয়া হবে।
উল্লেখ্য, বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে। ভর্তির ফর্মের সাথে বিশেষ করে সংযোজন: শিক্ষার্থীর জন্ম সনদ এর একটি ফটো কপি। শিক্ষার্থীর সাম্প্রতিক ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্টাম্প সাইজ ফটোগ্রাফ। অভিভাবকের জাতীয় আইডি এর ফটো কপি। অভিভাবকের সাম্প্রতিক ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্টাম্প সাইজ ফটোগ্রাফ।
২০২৫ শিক্ষাবর্ষে ভর্তিতে বিশেষ সুবিধা
সহোদর ভাই বা বোন একসাথে ভর্তি হলে একজনের ভর্তি সম্পূর্ণ ফ্রি।
তুলনা মূলক কম বেতন ও মানসম্মত শিক্ষা পরিবেশে পড়ার সুবিধা।
মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান করা হয় এবং নিরাপত্তার জন্যে আছে সিসিটিভি ব্যবস্থা।
সারাদিনের বা ডে-কেয়ার স্কুল ও অনাবাসিক ভর্তির সুবিধা।
কর্মজীবী অভিভাবকগন ভর্তির ব্যপারে যেকোন সময় স্কুলের নম্বরে যোগাযোগ করে ভর্তির জন্যে স্কুলে আসতে পারবেন।
জরুরি প্রয়োজনে ভর্তির জন্যে যোগাযোগঃ
📞 01832-231679, 01534-543274
ঠিকানাঃ আকমল আলী - মাদ্রাজীশাহ বাই লেইন, সাইডপাড়া, আকমল আলী রোড, ইপিজেড, চট্টগ্রাম-৪২১৮।